আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৯- কুরবানীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৬৩
২৯৪৬. যে ব্যক্তি নামায আদায়ের পূর্বে যবেহ করে সে যেন পুনরায় যবেহ করে
৫১৬৫। মুসা ইবনে ইসমা‘ঈল (রাহঃ) ......... বারা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন একদিন রাসূলুল্লাহ (ﷺ) নামায আদায় করে বললেনঃ যে ব্যক্তি আমাদের ন্যায় নামায আদায় করে আমাদের কিবলাকে কিবলা বলে গ্রহণ করে সে যেন (ঈদের নামায) শেষ না করা পর্যন্ত যবেহ না করে। তখন আবু বুরদা ইবনে নিয়ার (রাযিঃ) দাঁড়িয়ে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমিতো যবেহ করে ফেলেছি। তিনি উত্তর দিলেনঃ এটি এমন জিনিস হল যা তুমি জলদী করে ফেলেছ। আবু বুরদা (রাযিঃ) বললেনঃ আমার কাছে একটি কম বয়সী বকরি আছে। সেটি পূর্ণ বয়স্ক দু’টি বকরির চাইতে উত্তম। আমি কি সেটি যবেহ করতে পারি? তিনি উত্তর দিলেন হ্যাঁ। তবে তোমার পরে অন্য কারো পক্ষে তা যবেহ করা যথেষ্ট হবে না।
‘আমের (রাহঃ) বলেনঃ এটি হল তার উত্তম কুরবানী।
‘আমের (রাহঃ) বলেনঃ এটি হল তার উত্তম কুরবানী।
