আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৩৭
২৯২৯. গুঁই সাপ
৫১৩৯। ‘আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... খালিদ ইবনে ওয়ালীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে মায়মুনা (রাযিঃ) -এর গৃহে গেলেন। সেখানে ভুনা করা গুঁই পেশ করা হল। রাসূলুল্লাহ (ﷺ) সে দিকে হাত বাড়ালেন। এ সময় জনৈকা মহিলা বললঃ রাসূলুল্লাহ (ﷺ) কে জানিয়ে দাও, তিনি কি জিনিস খেতে যাচ্ছেন। তখন তারা বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! এটি গুঁই সাপ। রাসূলুল্লাহ (ﷺ) শুনে হাত সরিয়ে নিলেন। খালিদ (রাযিঃ) বলেন, আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ! এটি কি হারাম? তিনি বললেনঃ না, হারাম নয়। তবে আমাদের অঞ্চলে এটি নেই। তাই আমি একে ঘৃণা করি। খালিদ (রাযিঃ) বলেনঃ এরপর আমি তা আমার দিকে এনে খেতে লাগলাম। আর রাসূলুল্লাহ (ﷺ) তাকিয়ে দেখছিলেন।


বর্ণনাকারী: