আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫২৯
২৯২৪. গৃহপালিত গাধার গোশত।
৫১৩১। ‘আলী ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) ......... ‘আমর (রাহঃ) থেকে বর্ণিত যে, আমি জাবির ইবনে যায়দকে জিজ্ঞাসা করলামঃ লোকজন মনে করে যে, রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। তিনি বললেনঃ হাকাম ইবনে ‘আমর গিফারীও বসরায় আমাদের কাছে এ কথা বলতেন। কিন্তু ইবনে ‘আব্বাস (রাযিঃ) তা অস্বীকার করেছেন। তারপর তিনি এ আয়াতটি তিলাওয়াত করেছেনঃ “বলুন আমার প্রতি যে প্রত্যাদেশ করা হয়েছে, তাতে লোকজন যা আহার করে তার মধ্যে আমি কিছুই নিষিদ্ধ পাই না ......... শেষ পর্যন্ত। (৬: ১৪৫)।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন