আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫০৫
২৯১৫. দাসী ও মহিলার যবেহকৃত জন্তু
৫১০৯। ইসমা‘ঈল (রাহঃ) ......... জনৈক আনসারী থেকে তিনি মু‘আয ইবনে সা‘দ কিংবা সা‘দ ইবনে মু‘আয (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, কা‘ব ইবনে মালিক (রাযিঃ) -এর একটি দাসী ‘সালা’ পাহাড়ে বকরি চরাতো। বকরিগুলোর মধ্যে একটিকে মরে যাচ্ছে দেখে সে একটি পাথর দিয়ে সেটিকে যবেহ কবল। এই ব্যাপারে নবী করীম (ﷺ) -কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেনঃ সেটি খাও।


বর্ণনাকারী: