আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫০০
২৯১৩. নবী করীম (ﷺ) -এর ইরশাদঃ আল্লাহর নামে যবেহ করবে
৫১০৪। কুতায়বা (রাহঃ) ......... জুনদুব ইবনে সুফিয়ান বাজালী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে কুরবানী উদযাপন করলাম। তখন কতক লোক নামাযের আগেই তাদের কুরবানীর পশুগুলো যবেহ করে নিয়েছিল। নবী করীম (ﷺ) নামায থেকে ফিরে যখন দেখলেন, তারা নামাযের আগেই যবেহ করে ফেলেছে। তখন বললেনঃ যে ব্যক্তি নামাযের আগে যবেহ করেছে সে সেন তার বদলে আরেকটি যবেহ করে নেয়। আর যে ব্যক্তি আমাদের নামায আদায় করা পর্যন্ত যবেহ করেনি। সে যেন এখন আল্লাহর নাম নিয়ে যবেহ করে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন