আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৭- আকীকার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৬৮
২৮৯৪. যে সন্তানের ‘আকীকা দেওয়া হবে না, জন্মগ্রহণের দিনেই তার নাম রাখা ও ‘তাহনীক’ করা (কিছু চিবিয়ে তার মুখে দেয়া)
৫০৭২। মুসাদ্দাদ (রাহঃ) ......... ‘আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) -এর কাছে তাহনীক করার জন্য এক শিশুকে আনা হলো। শিশুটি তার কোলে পেশাব করে দিল, তিনি এতে পানি ঢেলে দিলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৫০৭২ | মুসলিম বাংলা