আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৬৩
২৮৯২. রাতের খাবার পরিবেশন করা হলে তা রেখে অন্য কাজে ত্বরা করবে না
৫০৬৮। মু‘আল্লা ইবনে আসাদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেছেনঃ যদি রাতের খাবার পরিবেশীত হয় এবং নামাযের আযান দেয়া হয়, তাহলে তোমরা আগে আহার করে নিবে।

অন্য সনদে আইয়্যুব, নাফি‘ (রাহঃ) -এর সূত্রে ইবনে ‘উমর (রাযিঃ) থেকেও অনুরূপ হাদীস নবী করীম (ﷺ) থেকে বর্ণিত হয়েছে।

আইয়্যুব, নাফি‘ (রাহঃ) -এর সূত্রে ইবনে ‘উমর (রাযিঃ) থেকে আরো বর্ণনা করেছেন যে, তিনি একবার রাতের খাবার খাচ্ছিলেন, এ অবস্থায় ইমামের কিরাআতও শুনছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন