আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৩৮৪
২৮৪১. মহান আল্লাহর বাণীঃ “অন্ধের জন্য দোষ নেই, খোঁড়ার জন্য দোষ নেই এবং অসুস্থ ব্যক্তির জন্য কোন দোষ নেই ...... যাতে তোমরা বুঝতে পার”
৪৯৯২। ‘আলী ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) ......... সুওয়ায়দ ইবনে নু‘মান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে খায়বারের দিকে বের হলাম। আমরা সাহবা (খায়বারের এক মঞ্জিল দুরে অবস্থিত) নামক স্থানে পৌছলে রাসূলুল্লাহ (ﷺ) খাবার আনতে বললেন। কিন্তু ছাতু ছাড়া আর কিছুই আনা হল না। আমরা তা-ই মুখে দিয়ে জিহবায় গুলে গিলে ফেললাম। তারপর তিনি পানি আনতে বললেন, তখন (পানি আনা হলে) তিনি কুলি করলেন, আমরাও কুলি করলাম। তারপর তিনি আমাদের নিয়ে মাগরিবের নামায আদায় করলেন। আর তিনি উযু করলেন না।
সুফিয়ান বলেনঃ আমি ইয়াহয়াহ ইবনে সা‘ঈদের কাছে হাদীসটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন