আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৫- ভরণ পোষণ বাসস্থান অধ্যায়

হাদীস নং: ৪৯৬৬
আন্তর্জতিক নং: ৫৩৫৭

পরিচ্ছেদঃ ২৮২৩. পরিবারের জন্য এক বছরের খাদ্য সঞ্চয় করে রাখা এবং তাদের জন্য খরচ করার পদ্ধতি

৪৯৬৬। মুহাম্মাদ ইবনে সালাম (রাহঃ) ......... মা‘মার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাওরী (রাহঃ) আমাকে জিজ্ঞাসা করলেনঃ কোন ব্যক্তি তার পরিবারের জন্য বছরের বা বছরের কিছু অংশের খাদ্য সঞ্চয় করে রাখা সম্পর্কে আপনি কোন হাদীস শুনেছেন কি? মা‘মার বলেনঃ তখন আমার কোন হাদীস স্মরণ হলো না। পরে একটি হাদীসের কথা আমার মনে পড়ল, বা ইবনে শিহাব যুহরী (রাহঃ) মালিক ইবনে আওসের সূত্রে ‘উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, নবী করীম (ﷺ) বনু নাযীরের খেজুর বিক্রি করে ফেলতেন এবং পরিবারের জন্য এক বছরের খাদ্য সঞ্চয় করে রাখতেন।