আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৪- তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫২৮৪
২৭৮৪. বারীরার স্বামীর ব্যাপারে নবী (ﷺ) -এর সুপারিশ
৪৯০৫। আদম (রাহঃ) বর্ণনা করেন শু'বা (রাহঃ) আমাদের কাছে এ হাদীসটি বর্ণনা করেছেন। তাতে আরও বলা হয়েছে স্বামীর সাথে থাকা না থাকার ব্যপারে তাকে ইখতিয়ার দেয়া হয়েছিল।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন