আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫১৮১
২৭২১. যদি কোন অনুষ্ঠানে দ্বীনের খেলাফ বা অপছন্দনীয় কোন কিছু নযরে আসে, তাহলে ফিরে আসবে কি ?
ইবন মাস‘উদ (রাযিঃ) কোন এক বাড়ীতে (প্রাণীর) ছবি দেখে ফিরে এলেন।
ইবন ‘উমর (রাযিঃ) আবু আইয়ুব (রাযিঃ)-কে দাওয়াত করে বাড়িতে আনলেন। তিনি এসে ঘরের দেওয়ালের পর্দায় ছবি দেখতে পেলেন। এরপর হযরত ইবন ‘উমর (রাযিঃ) এ ব্যাপারে বললেন, মহিলারা আমাদের উপর প্রভাব বিস্তার করেছে। হযরত আবু আইয়ুব (রাযিঃ) বললেন, আমি যাদের সম্পর্কে আশঙ্কা করেছিলাম, আপনি তাদের মধ্যে হবেন না বলেই মনে করেছিলাম। আল্লাহর কসম, আমি আপনার ঘরে কোন খাদ্য গ্রহণ করব না । এরপর তিনি চলে গেলেন।
ইবন মাস‘উদ (রাযিঃ) কোন এক বাড়ীতে (প্রাণীর) ছবি দেখে ফিরে এলেন।
ইবন ‘উমর (রাযিঃ) আবু আইয়ুব (রাযিঃ)-কে দাওয়াত করে বাড়িতে আনলেন। তিনি এসে ঘরের দেওয়ালের পর্দায় ছবি দেখতে পেলেন। এরপর হযরত ইবন ‘উমর (রাযিঃ) এ ব্যাপারে বললেন, মহিলারা আমাদের উপর প্রভাব বিস্তার করেছে। হযরত আবু আইয়ুব (রাযিঃ) বললেন, আমি যাদের সম্পর্কে আশঙ্কা করেছিলাম, আপনি তাদের মধ্যে হবেন না বলেই মনে করেছিলাম। আল্লাহর কসম, আমি আপনার ঘরে কোন খাদ্য গ্রহণ করব না । এরপর তিনি চলে গেলেন।
৪৮০৭। ইসমা‘ঈল (রাহঃ) ......... মহানবী (ﷺ) -এর সহধর্মিণী ‘আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম, যার মধ্যে ছবি ছিল। যখন রাসূল (ﷺ) সেই ছবিটি দেখলেন, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন; ভিতরে প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যে, তাঁর চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আল্লাহর কাছে তাওবা করছি এবং তাঁর রাসূলের কাছে ফিরে আসছি। আমি কী অন্যায় করেছি? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন এই বালিশ কিসের জন্য? আমি বললাম, এটা আপনার জন্য খরিদ করে এনেছি, যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি প্রদান করা হবে এবং বলা হবে, যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও এবং তিনি আরও বলেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে, সেই ঘরে [ রহমতের] ফিরিশতা প্রবেশ করে না।
