আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫১৩৩
২৬৮৪. কার জন্য ছোট শিশুদের শাদী দেয়া বৈধ। আল্লাহ তা‘আলার কালাম “এবং যারা ঋতুমতী হয়নি’’ -এ আয়াতকে দলীল হিসাবে ধরে নাবালেগার ইদ্দত তিন মাস নির্ধারণ করা হয়েছে
৪৭৬১। মুহাম্মাদ ইবনে ইউসুফ ......... ‘আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, মহানবী (ﷺ) যখন তাঁকে শাদী করেন তখন তাঁর বয়স ছিল ৬ বছর এবং নয় বছর বয়সে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাথে বাসর ঘর করেন এবং তিনি তাঁর সান্নিধ্যে নয় বছরকাল ছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন