শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৪৯২
যে নারী মাহরাম না পায় তার উপর হজ্জ ফরয কি-না
৩৪৯১-৯২। আবু বাকরা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, যে, তিনি বলেছেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন নারী এক ‘বারীদ’ (দূরত্বের) সফরে স্বামী কিংবা মাহরাম ব্যতীত যাবে না।

মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ......... সুহাইল (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
তাঁরা বলেছেন, নবী করীম (ﷺ) কর্তৃক এক ‘বারীদ’ নির্ধারণ করা এ কথার প্রমাণ বহন করে যে, এর চাইতে কমের বিধান এর থেকে ভিন্ন।
অপরাপর আলিমগণ এ বিষয়ে তাঁদের বিরোধিতা করে বলেছেন যে, একদিনের কম (দূরত্বের) সফর হলে (কোন স্ত্রীলোক ) মাহরাম ব্যতীত সফর করতে পরবে। কিন্তু যদি এক দিন বা তার চাইতে অতিরিক্ত দূরত্বের সফর হলে মাহরাম ব্যতীত সফর করতে পারবে না। তাঁরা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
tahqiqতাহকীক:তাহকীক চলমান