শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং:
যে নারী মাহরাম না পায় তার উপর হজ্জ ফরয কি-না
৩৪৯০। রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন নারী মাহরাম ব্যতীত সফর করবে না।
আবু জা’ফর (তাহাবী র) বলেনঃ একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে. নারী মাহরাম ব্যতীত সফর করবে না, নিকটবর্তী সফর হোক কিংবা দূরবর্তী। তাঁরা এ বিষয়ে এ সমস্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করেন। পক্ষান্তরে অপরাপর আলিম তাঁদের বিরোধিতা করে বলেছেন ,এক বারীদ (প্রায় বার মাইল) অপেক্ষা কম সফর মাহরাম ব্যতীত করা যেতে পারে। যখন এক বারীদ বা তার চাইতে অধিক সফর মাহরাম ব্যতীত জায়েয নয়। তাঁরা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
tahqiqতাহকীক:তাহকীক চলমান