আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫০৩৪
২৬৩৩. জন্তুর পিঠে বসে কুরআন পাঠ করা
৪৬৬৮। হাজ্জাজ ইবনে মিনহাল (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) বলেন, মক্কা বিজয়ের দিন আমি রাসূল (ﷺ) কে (উটের পিঠে) সওয়ার অবস্থায় ‘সূরা আল ফাত্হ’ তিলাওয়াত করতে দেখেছি।
