আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ৪৬৪৪
আন্তর্জতিক নং: ৫০০৬

পরিচ্ছেদঃ ২৬২৩. সূরা ফাতিহার ফযীলত

৪৬৪৪। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু সা‘ঈদ ইবনে মু’আল্লা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নামাযরত ছিলাম। রাসূল (ﷺ) আমাকে ডাকলেন; কিন্তু আমি তাঁর ডাকে সাড়া দিলাম না। পরে আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি নামাযরত ছিলাম। তিনি বললেন, আল্লাহ তাআলা কি বলেননি, “হে মু’মিনগণ, আল্লাহ ও রাসূল যখন তোমাদেরকে আহবান করেন তখন আল্লাহ ও রাসূলের আহবানে সাড়া দাও [৮:২৪]”। তারপর তিনি বললেন, মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমি কি তোমাকে কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিক্ষা দেব না? তখণ তিনি আমার হাত ধরলেন। যখন আমরা মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করলাম তখন আমি বললাম, ইয়া, রাসূলাল্লাহ! আপনি তো বলেছেন মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমাকে কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরার কথা বলবেন। তিনি বললেন, তা হলঃ “আল-হামদু লিল্লাহি রাব্বিল আলামীন”। এটা বারবার পাঠিত সাতটি আয়াত (সাব‘আ মাছানী) এবং কুরআন আজীম যা আমাকে দেয়া হয়েছে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন