আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫০০৪
২৬২২. রাসূলুল্লাহ (ﷺ)-এর যে সব সাহাবী ক্বারী ছিলেন।
৪৬৪২। মুআল্লা ইবনে আসাদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) ইন্তিকাল করেন। তখন চার ব্যক্তি ছাড়া আর কেউ কুরআন সংগ্রহ করেননি। তাঁরা হলেন আবুদ্ দারদা (রাযিঃ), মু’আয ইবনে জাবাল (রাযিঃ), যায়দ ইবনে সাবিত (রাযিঃ) এবং আবু যায়দ (রাযিঃ)।
আনাস (রাযিঃ) বলেন, আমরা আবু যায়দ (রাযিঃ) এর উত্তরসুরি।
আনাস (রাযিঃ) বলেন, আমরা আবু যায়দ (রাযিঃ) এর উত্তরসুরি।
