আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৪৬০৬
আন্তর্জতিক নং: ৪৯৬৬

পরিচ্ছেদঃ সূরা আল কাওসার

৪৬০৬। ইয়াকুব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি কাউছার সম্পর্কে বলেছেন যে, এ এমন একটি কল্যাণ যা আল্লাহ তাঁকে দান করেছেন্। বর্ণনাকারী আবু বিশর (রাহঃ) বলেন, আমি সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) কে বললাম, লোকেরা মনে করে যে, কাউছার হচ্ছে জান্নাতের একটি নহর। এ কথা শুনে সাঈদ (রাহঃ) বললেন, জান্নাতের নহরটি নবী (ﷺ) কে দেয়া কল্যাণের একটি।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন