আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৪৪২৪
আন্তর্জতিক নং: ৪৭৮২

পরিচ্ছেদঃ ২৪৯০ আল্লাহ তাআলার বাণীঃ ادعوهم لآبائهم "তাদের পিতৃপরিচয়ে ডাক"

৪৪২৪। মুয়াল্লা ইবনে আসাদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) এর আযাদকৃত গোলাম যায়েদ ইবনে হারিসাকে আমরা “যায়েদ ইবনে মুহাম্মাদ-ই” ডাকতাম, যে পর্যন্ত না এ আয়াত নাযিল হয়। ″তোমরা তাদের পিতৃপরিচয়ে ডাক, আল্লাহর দৃষ্টিতে এটাই অধিক ন্যায়সংগত।″


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন