আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৭৮১
সূরা আহযাব
মুজাহিদ (রাহঃ) বলেন, صَيَاصِيْهِمْ তাদের মহল।
৪৪২৩। ইবরাহীম ইবনুল মুনযির (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) বলেছেন, দুনিয়া ও আখিরাতে সকল মু’মিনের জন্য আমিই ঘনিষ্ঠতম। তোমরা ইচ্ছা করলে এ আয়াত পাঠ করতে পার। “নবী মু’মিনদের নিকট তাদের নিজেদের চাইতে বেশী ঘনিষ্ঠ।” সুতরাং কোন মু’মিন কোন মাল-সম্পদ রেখে গেলে তার নিকটত্মীয় সে যে-ই হোক, হবে তার উত্তরাধিকারী। আর যদি ঋণ অথবা অসহায় সন্তানাদি রেখে যায়, সে যেন আমার কাছে আসে, আমি তার অভিভাবক।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন