আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৪২৮৮
আন্তর্জতিক নং: ৪৬৪৩
পরিচ্ছেদঃ ২৩৮৩. আল্লাহর বাণীঃ তুমি ক্ষমাপরায়নতা অবলম্বন কর, সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে উপেক্ষা কর (৭ঃ ১৯৯)
৪২৮৮। ইয়াহয়া (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) বলেছেন,خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ আয়াতটি আল্লাহ তাআলা মানুষের চরিত্র সম্পর্কেই নাযিল করেছেন।
আব্দুল্লাহ ইবনে বাররাদ বলেন, আবু উসামা ..... আব্দুল্লাহ ইবনে যুবাইর বলেছেন, আল্লাহ তাআলা তাঁর নবী (ﷺ) কে মানুষের আচরণ সম্পর্কে ক্ষমাপরায়ণতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন