আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
৪২৮৫। আব্দুল্লাহ (রাহঃ) ......... আবুদ দারদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) এর মধ্যে বিতর্ক হয়েছিল, আবু বকর (রাযিঃ) উমর (রাযিঃ) কে চটিয়ে দিয়েছিলেন, এরপর রাগান্বিত অবস্থায় উমর (রাযিঃ) সেখান থেকে প্রস্থান করলেন, আবু বকর (রাযিঃ) তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে তাঁর পিছু ছুটলেন কিন্তু উমর (রাযিঃ) ক্ষমা করলেন না, বরং তাঁর সম্মুখে দরজা বন্ধ করে দিলেন। এরপর আবু বকর (রাযিঃ) রাসূল (ﷺ) এর নিকটে আসলেন। আবুদ দারদা (রাযিঃ) বলেন, আমরা তখন রাসূল (ﷺ) এর কাছে ছিলাম, ঘটনা শোনার পর রাসূল (ﷺ) বলেন, তোমাদের এই সাথী আবু বকর (রাযিঃ) অগ্রে কল্যাণ লাভ করেছে। তিনি বলেন, এতে উমর লজ্জাবোধ করলেন এবং সালাম করে নবী (ﷺ) এর পাশে বসে পড়লেন ও ইতিবৃত্ত রাসূল (ﷺ) এর কাছে সব বর্ণনা করলেন।
আবু দারদা (রাযিঃ) বলেন, এতে রাসূল (ﷺ) অসন্তুষ্ট হলেন। সিদ্দিকে আকবর (রাযিঃ) বারবার বলছিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি অধিক দোষী ছিলাম। অনন্তর রাসূল (ﷺ) বললেন, তোমরা আমার জন্য আমার সাথীটাকে রাখবে কি? তোমরা আমার জন্য আমার সাথীটাকে রাখবে কি? এমন একদিন ছিল যখন আমি বলেছিলাম, ‘‘হে লোক সকল! আমি তোমাদের সকলের জন্য রাসূল, তখন তোমরা বলেছিলেন, ‘‘তুমি মিথ্যা বলেছ’’ আর আবু বকর (রাযিঃ) বলেছিল, ‘আপনি সত্য বলেছেন।
ইমাম আবু আব্দুল্লাহ বুখারী (রাহঃ) বলেনغَامَرَ অগ্রে কল্যাণ লাভ করেছে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন