আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৪২২৯
আন্তর্জতিক নং: ৪৫৮৪
পরিচ্ছেদঃ ২৩৩৬. আল্লাহর বাণীঃ হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস কর তবে তোমরা আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসুলের এবং তাদের, যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। কোন বিষয়ে তোমাদের মতভেদ থাকলে তা উপস্থাপিত কর, আল্লাহ ও রাসুলের কাছে তা-ই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর (৪ঃ ৫৯) وَأُولِي الأَمْرِ — দায়িত্বশীল।
৪২২৯। সাদ্কাহ ইবনে ফযল (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন যে,أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأَمْرِ مِنْكُمْ আয়াতটি নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কায়স ইবনে আদী সম্পর্কে যখন তাঁকে নবী (ﷺ) একটি সৈন্য দলের প্রধান করে প্রেরণ করেছিলেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন