আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৪৫৯
২২৪৭. নবী কারীম (ﷺ)- এর রোগ ও তাঁর ওফাত।
৪১০৮। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) .... আসওয়াদ (ইবনে ইয়াযীদ) (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা (রাযিঃ)- এর কাছে উল্লেখ করা হল যে, নবী কারীম (ﷺ) আলী (রাযিঃ)-কে ওসী (খলীফা) বানিয়ে গেলেন? তখন তিনি বললেন, একথা কে বলেছে? আমার বুকের সাথে হেলান দেওয়া অবস্থায় আমি নবী কারীম (ﷺ)- কে দেখেছি। তিনি একটি চিলিমচি আনতে বললেন, তাতে থুথু ফেললেন। অতপর একদিকে ঝুঁকে পড়লেন এবং ইন্‌তিকাল করলেন। অতএব আমি বুঝতে পারছি না তিনি কিভাবে আলী (রাযিঃ)- কে কখন ওসী তথা খলীফা বানালেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন