আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৩৮২
২২৩৬. নাজরান অধিবাসীদের ঘটনা
৪০৪০। আবুল ওয়ালীদ (হিশাম ইবনে আব্দুল মালিক) (রাহঃ) .... আনাস (রাযিঃ) সূত্রে নবী কারীম (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক উম্মতের একজন আমানতদার রয়েছে। আর এ উম্মতের সেই আমানতদার হল আবু উবাইদা ইবনুল জাররাহ্।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন