মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭২৭
৭. প্রথম অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭২৭। হযরত আবু মালেক আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমার উম্মতের মধ্যে জাহেলিয়াত যুগের চারটি বিষয় রহিয়া গিয়াছে যাহা তাহারা ছাড়িতেছে না, (১) নিজের গুণের গর্ব, (২) কাহারও বংশের নিন্দা, (৩) গ্রহ-নক্ষত্র যোগে বৃষ্টি চাওয়া এবং (৪) বিলাপ করা। অতঃপর তিনি বলেন, বিলাপকারিণী যদি তাহার মৃত্যুর পূর্বে তওবা না করে, কিয়ামতের দিন তাহাকে উঠান হইবে তখন তাহার গায়ে থাকিবে আলকাতরার জামা ও ক্ষতের পিরান। মুসলিম
اَلْبُكَاءُ عَلَى الْمَيِّتِ
وَعَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرْبَعٌ فِي أُمَّتِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ لَا يَتْرُكُونَهُنَّ: الْفَخْرُ فِي الْأَحْسَابِ وَالطَّعْنُ فِي الْأَنْسَابِ وَالِاسْتِسْقَاءُ بِالنُّجُومِ وَالنِّيَاحَةُ . وَقَالَ: «النَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبْلَ مَوْتِهَا تُقَامُ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَيْهَا سِرْبَالٌ مِنْ قطران وَدرع من جرب» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

‘আলকাতরার জামা ও ক্ষতের পিরান' – অর্থাৎ, শোকে সে আপন মুখমণ্ডল ক্ষত করিয়াছিল বিধায় তাহার শরীরে ক্ষত থাকিবে এবং ইহার উপর তৈলাক্ত জামা পরাইয়া দেওয়া হইবে যাহাতে ক্ষত অধিক জ্বলিতে থাকে। জাহেলিয়াত যুগে শোকে মুখমণ্ডল ক্ষত করার নিয়ম ছিল। 'গ্রহ-নক্ষত্র যোগে বৃষ্টি চাওয়া – অর্থাৎ, কোন গ্রহ বা নক্ষত্র কোন নির্দিষ্ট কক্ষে গেলে নিশ্চয় বৃষ্টি হইবে এই বিশ্বাস করা—যথা, আষাঢ় মাস আসিলে নিশ্চয় বৃষ্টি হইবে। অথচ বৃষ্টির নিশ্চিত কারণ আল্লাহর ইচ্ছা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭২৭ | মুসলিম বাংলা