আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭- নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৬৫
আন্তর্জতিক নং: ৩৭২
পরিচ্ছেদঃ ২৫৪। মহিলারা নামায আদায় করতে কয়টি কাপড় পরবে।
ইকরিমা (রাহঃ) বলেনঃ যদি একটি কাপড়ে মহিলার সমস্ত শরীর ঢেকে যায় তবে তাতেই নামায জায়েয হবে।
ইকরিমা (রাহঃ) বলেনঃ যদি একটি কাপড়ে মহিলার সমস্ত শরীর ঢেকে যায় তবে তাতেই নামায জায়েয হবে।
৩৬৫। আবুল ইয়ামান (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) ফযরের নামায আদায় করতেন আর তাঁর সঙ্গে অনেক মু’মিন মহিলা চাদর দিয়ে গা ঢেকে শরীক হতেন। তারপর তাঁরা নিজ নিজ ঘরে ফিরে যেতেন। আর তাঁদের কেউ চিনতে পারতো না।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন