আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৪৪৫
আন্তর্জতিক নং: ৩৭১০
পরিচ্ছেদঃ ২০৯০. আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাযিঃ)- এর আলোচনা
৩৪৪৫। হাসান ইবনে মুহাম্মাদ (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, উমর (রাযিঃ) (এর খিলাফত কালে) অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিলে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাযিঃ)- এর ওয়াসিলা নিয়ে বৃষ্টি বর্ষণের দুআ করতেন। তিনি বলতেন, হে আল্লাহ! আমরা অনাবৃষ্টি দেখা দিলে আমাদের নবীর (ﷺ) ওয়াসিলা নিয়ে দুআ করতাম তুমি (আমাদের দুআ কবুল করে) বৃষ্টি বর্ষণ করতে, এখন আমরা আমাদের নবী (ﷺ)- এর চাচা আব্বাস (রাযিঃ)- এর ওয়াসিলায় বৃষ্টি বর্ষণের দুআ করছি। তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ কর। তখন বৃষ্টি হত।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন