আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩২৮০
আন্তর্জতিক নং: ৩৫৩২
পরিচ্ছেদঃ ২০৬৭. নবী কারীম (ﷺ)- এর নামসমূহ। আল্লাহ তাআলার বাণীঃ মুহাম্মাদ (ﷺ) তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নহে; মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসুল ও তার সাথে যারা আছেন তারা কুফরের বিষয়ে অত্যান্ত কঠোর, আর তার বাণীঃ আমার পর যিনি আসবেন তার নাম আহমাদ
৩২৮০। ইবরাহীম ইবনুল মুনযির (রাহঃ) .... জুবাইর ইবনে মুত‘ঈম (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমার পাঁচটি (প্রসিদ্ধ) নাম রয়েছে, আমি মুহাম্মাদ, আমি আহমদ, আমি আল-মাহি (নিশ্চিহ্নকারী) আমার দ্বারা আল্লাহ কুফর ও শিরককে নিশ্চিহ্ন করে দিবেন। আমি আল-হাশির (সমবেতকারী কিয়ামতের ভয়াবহ দিবসে) আমার চারপাশে মানব জাতিকে একত্রিত করা হবে। আমি আল-আক্বিব (সর্বশেষ আগমনকারী আমার পর অন্য নবীর আগমন হবে না)।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন