আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪- গোসলের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮৯
২০০। পরিচ্ছেদঃ জুনুবী উযু করে ঘুমাবে।
২৮৫। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উমর (রাযিঃ) নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলেনঃ আমাদের কেউ জুনুবী অবস্থায় ঘুমাতে পারবে কি? তিনি বললেনঃ হ্যাঁ, যদি উযু করে নেয়।