আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮১২
১৭৫৮. আল্লাহর পথে মাথায় লাগা ধুলি মুছে ফেলা
২৬১৭। ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) .... ইকরিমা (রাহঃ) বর্ণনা করেন যে, ইবনে আব্বাস (রাযিঃ) তাকে ও আলী ইবনে আব্দুল্লাহকে বলেছিলেন যে, তোমরা আবু সাঈদ (রাযিঃ)- এর কাছে যাও এবং তাঁর কিছু বর্ণনা শোন। তারপর আমরা তাঁর কাছে গেলাম। সে সময় তিনি ও তাঁর ভাই বাগানে পানি সেঁচের কাজে ছিলেন। আমাদের দেখে তিনি আসলেন এবং দু’হাঁটু বুকের সাথে লাগিয়ে বসে বললেন, মসজিদে নববীর জন্য আমরা এক একটি করে ইট বহন করছিলাম। আর আম্মার (রাযিঃ) দু’দুটি করে বহন করছিলেন। সে সময় নবী (ﷺ) তাঁর পাশ দিয়ে গেলেন এবং তাঁর মাথা থেকে ধূলাবালি মুছে ফেললেন এবং বললেন, আম্মারের জন্য বড় দুঃখ হয়, বিদ্রোহী দল তাকে হত্যা করবে। সে (আম্মার) (রাযিঃ) তাদেরকে আল্লাহর দিকে আহবান করবে এবং তারা আম্মারকে জাহান্নামের পথে ডাকবে।


বর্ণনাকারী: