আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৪- শর্তাবলীর বিধান সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ২৫৪৮
আন্তর্জতিক নং: ২৭৩৪
পরিচ্ছেদঃ ১৭০২. পরিচ্ছেদঃ ঋণের ব্যাপারে শর্ত আরোপ করা।
লাইস (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী(ﷺ)থেকে বর্ণনা করেছেন, নবী(ﷺ) এক ব্যক্তির উল্লেখ করে বলেন যে, সে ব্যক্তি জনৈক বনু ইসরাঈলের নিকট এক হাজার স্বর্ণ মুদ্রা ধার চাইলে সে তাকে নির্দিষ্ট সময়ের শর্তে তা দিল। ইবনে উমর(রাযিঃ)এবং আতা (রাহঃ) বলেন, ঋণের ক্ষেত্রে সময় নির্ধারিত করে নিলে তা জায়েজ।
লাইস (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী(ﷺ)থেকে বর্ণনা করেছেন, নবী(ﷺ) এক ব্যক্তির উল্লেখ করে বলেন যে, সে ব্যক্তি জনৈক বনু ইসরাঈলের নিকট এক হাজার স্বর্ণ মুদ্রা ধার চাইলে সে তাকে নির্দিষ্ট সময়ের শর্তে তা দিল। ইবনে উমর(রাযিঃ)এবং আতা (রাহঃ) বলেন, ঋণের ক্ষেত্রে সময় নির্ধারিত করে নিলে তা জায়েজ।
২৫৪৮। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বারীরা তার কিতাবতের ব্যাপারে তাঁর কাছে সাহায্যের আবেদন নিয়ে এল। তিনি বললেন, তুমি চাইলে আমি (কিতাবতের সমুদয় প্রাপ্য) তোমার মালিককে দিয়ে দিতে পারি এবং ওয়ালার অধিকার হবে আমার। তারপর যখন রাসূলুল্লাহ (ﷺ) এলেন, তিনি তাঁর কাছে বিষয়টি উল্লেখ করেন। তখন নবী (ﷺ) বললেন, তুমি তাকে কিনে আযাদ করে দাও। কেননা, ওয়ালার অধিকার তারই, যে আযাদ করে। তারপর রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরে দাঁড়িয়ে বললেন, ‘লোকদের কি হয়েছে যে, তারা এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই! যে এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, সে তার অধিকারী হবে না যদিও শত শর্ত আরোপ করে।’

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন