আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪২- সাক্ষ্যপ্রদানের অধ্যায়
হাদীস নং: ২৫০৯
আন্তর্জতিক নং: ২৬৮৮
পরিচ্ছেদঃ ১৬৭২. জটিল বিষয়ে কুর’আর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা।
২৫০৯। মুহাম্মাদ ইবনে মুকাতিল (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সফরের ইরাদা করলে তার স্ত্রীদের মাঝে কুর’আ নিক্ষেপ করতেন, যার নাম বের হত। তাকে সাথে নিয়েই তিনি সফরে বের হতেন। আর তিনি স্ত্রীদের প্রত্যেকের জন্যই দিন রাত বন্টন করতেন। তবে সাওদা বিনতে যাম’আ (রাযিঃ) তার ভাগের দিনরাত নবী (ﷺ) এর স্ত্রী আয়িশা (রাযিঃ) কে দান করে দিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তা করেছিলেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন