আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪০- মুকাতাব তথা চুক্তিবদ্ধ দাসের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৫৬২
১৬০৩. মুকাতাবের উপরে যে সব শর্ত আরোপ করা জায়িজ এবং আল্লাহর কিতাবে নেই এমন শর্ত আরোপ করা। এ বিষয়ে ইবনে উমর (রা.) থেকে হাদীস বর্ণিত হয়েছে
২৩৯২। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মুল মু’মিনীন আয়িশা (রাযিঃ) আযাদ করার জন্য জনৈকা বাঁদীকে খরিদ করতে চাইলেন। কিন্তু তার মালিক পক্ষ বলল, এই শর্তে (আমরা সম্মত) যে, ওয়ালা আমাদেরই থাকবে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ শর্তারোপ যেন তোমাকে তা খরিদ করতে বিরত না রাখে। কেননা ওয়ালা তারই জন্য যে আযাদ করবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন