আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩৯- দাসমুক্তির অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৫৩৪
১৫৯০. মুদাববার* বিক্রি করা।
*যে গোলামকে তার মালিক নিজের মৃত্যুর পর আযাদ বলে ঘোষণা করেছে, সে গোলামকে মুদাববার বলা হয়। হানাফী মাযহাব মতে মুদাববারকে বিক্রি করা যাবে না। এর সমর্থনেও হাদীস রয়েছে।
*যে গোলামকে তার মালিক নিজের মৃত্যুর পর আযাদ বলে ঘোষণা করেছে, সে গোলামকে মুদাববার বলা হয়। হানাফী মাযহাব মতে মুদাববারকে বিক্রি করা যাবে না। এর সমর্থনেও হাদীস রয়েছে।
২৩৬৭। আদম ইবনে আবু ইয়াস (রাহঃ) .... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের একজন তার এক গোলামকে মুদাববাররূপে* আযাদ ঘোষণা করল। তখন নবী (ﷺ) সেই গোলামকে ডেকে নিয়ে অন্যত্র বিক্রি করে দিলেন। জাবির (রাযিঃ) বলেন, গোলামটি সে বছরই মারা গিয়েছিলো।
