আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩৭- অংশীদারিত্ব প্রসঙ্গ
হাদীস নং: ২৩৩৬
আন্তর্জতিক নং: ২৪৯৯
পরিচ্ছেদঃ ১৫৭০. কৃষিকাজে যিম্মী ও মুশরীকদের অংশীদার করা
২৩৩৬। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের জমি এ শর্তে ইয়াহুদীদের দিয়েছিলেন যে, তারা নিজেদের শ্রমে তাতে চাষাবাদ করবে, তার বিনিময়ে উৎপন্ন ফসলের অর্ধেক তাদের হবে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন