আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩৭- অংশীদারিত্ব প্রসঙ্গ
হাদীস নং: ২৩৩৪
আন্তর্জতিক নং: ২৪৯৬
পরিচ্ছেদঃ ১৫৬৮. শরীকগণ বাড়ীঘর বা অন্যান্য সম্পত্তি বণ্টন করে নেয়ার পর তাদের তা প্রত্যাহারের বা শুফ‘আর অধিকার থাকে না
২৩৩৪। মুসাদ্দাদ (রাহঃ) .... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) সব ধরনের অবন্টিত স্থাবর সম্পত্তির ক্ষেত্রে শুফ’আর ফায়সালা দিয়েছেন। এরপর সীমানা নির্ধারণ করে পথ আলাদা করে নেয়া হলে শুফ’আর অধিকার থাকে না।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন