আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩৭- অংশীদারিত্ব প্রসঙ্গ

হাদীস নং: ২৩২৫
আন্তর্জতিক নং: ২৪৮৭

পরিচ্ছেদঃ ১৫৬১. যেখানে দু’জন অংশীদার থাকে যাকাতের ক্ষেত্রে তারা উভয়ে নিজ নিজ অংশ হিসাবে নিজেদের মধ্যে আদান প্রদান করে নিবে

২৩২৫। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুসান্না (রাহঃ) .... আনাস (ইবনে মালিক) (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যাকাতের বিধান হিসাবে যা নির্দিষ্ট করেছিলেন, আবু বকর (রাযিঃ) তা আমাকে লিখে দিয়েছিলেন। তিনি বলেছেন, যেখানে দু’জন অংশীদার থেকে (যাকাত প্রদানের পর) তারা দু’জনে নিজ নিজ অংশ আদান-প্রদান করে নেবে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন