আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৭- সলম তথা অগ্রিম বেচাকেনার অধ্যায়

হাদীস নং: ২১০৬
আন্তর্জতিক নং: ২২৪৬

পরিচ্ছেদঃ ১৩৯১. যার কাছে মূল বস্তু নেই, তার সঙ্গে সলম করা।

২১০৬. আদম (রাহঃ) ......... আবুল বাখতারী -তাঈ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস (রাযিঃ)-কে খেজুরে সলম করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী করীম (ﷺ) খেজুর খাবার যোগ্য এবং ওযন করার যোগ্য হওয়ার আগে বিক্রি করা নিষেধ করেছেন। ঐ সময়ে এক ব্যক্তি বলল, কী ওযন করবে? তার পাশের এক ব্যক্তি বলল, সংরক্ষিত হওয়া পর্যন্ত। মুআয (রাহঃ) সূত্রে শু‘বা (রাহঃ) থেকে আমর (রাহঃ) থেকে বর্ণিত, আবুল বাখতারী (রাহঃ) বলেছেন, ইবনে আব্বাস (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, নবী (ﷺ) এরূপ (করতে) নিষেধ করেছেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ২১০৬ | মুসলিম বাংলা