আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২০৬০
১২৮৪. কাপড় ও অন্যান্য দ্রব্যের ব্যবসা। আল্লাহ্ তাআলার বাণীঃ সে সব লোক যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর যিক্‌র থেকে বিরত রাখেনা। (সূরা নূর: ৩৭০) কাতাদা (রাহঃ) বলেন, লোকেরা ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য করতেন এবং যখন তাদের সামনে আল্লাহর কোন হক এসে উপস্থিত হত, তখন তাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরন থেকে বিরত রাখতোনা, যতক্ষণ না তারা আল্লাহর সমীপে তা আদায় করে দিতেন।
১৯৩২. আবু আসিম (রাহঃ) ......... আবুল মিনহাল (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সোনা-রূপার ব্যবসা করতাম। এ সম্পর্কে আমি যায়দ ইবনে আরকাম (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন ফযল ইবনে ইয়া’কুব (রাহঃ) অন্য সনদে ......... আবুল মিনহাল (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বারা ইবনে আযিব ও যায়দ ইবনে আরকাম (রাযিঃ)-কে সোনা-রূপার ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করলে তাঁরা উভয়ে বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে ব্যবসায়ী ছিলাম। আমরা তাঁকে সোনা-রূপার ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, যদি হাতে হাতে (নগদ) হয়, তবে কোন দোষ নেই, আর যদি বাকী হয় তবে দুরস্ত নয়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন