আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ১৯২৯
আন্তর্জতিক নং: ২০৫৭
পরিচ্ছেদঃ ১২৮১. ওয়াসওয়াসা ইত্যাদিকে যে সন্দেহ বলে গণ্য করে না
১৯২৯. আহমদ ইবনে মিকদাম ইজলী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, কিছু সংখ্যক লোক বলল, ইয়া রাসূলাল্লাহ! বহু লোক আমাদের কাছে গোশত নিয়ে আসে, আমরা জানি না, তারা বিসমিল্লাহ্ পড়ে যবেহ্ করেছিল কিনা? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা এর উপর আল্লাহ্ তাআলার নাম লও এবং তা খাও (ওয়াসওয়াসার শিকার হয়ো না)।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন