আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৮৯
১২৪৭. আরাফাতের দিনে রোযা পালন করা।
১৮৬৬। ইয়াহয়া ইবনে সুলাইমান (রাহঃ) ......... মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত যে, কিছু সংখ্যক লোক আরাফাতের দিনে রাসূলুল্লাহ (ﷺ) এর রোযা পালন সম্পর্কে সন্দেহ প্রকাশ করলে তিনি স্বল্প পরিমাণ দুধ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পাঠিয়ে দিলে তিনি তা পান করলেন ও লোকেরা তা প্রত্যক্ষ করছিল। তখন তিনি (আরাফাতে) অবস্থানস্থলে উকুফ করছিলেন।**
** নবী সহধর্মিণী মায়মূনা (রা) ও আব্দুল্লাহ ইবন আব্বাস (রা)-এর মাতা উম্মুল ফযল (রা) উভয়ে সহোদরা বোন, উভয়ে পরামর্শ করে দুধ প্রেরণ করেছিলেন অথবা প্রত্যেকেই স্বতন্ত্রভাবে প্রেরণ করেছিলেন ।
** নবী সহধর্মিণী মায়মূনা (রা) ও আব্দুল্লাহ ইবন আব্বাস (রা)-এর মাতা উম্মুল ফযল (রা) উভয়ে সহোদরা বোন, উভয়ে পরামর্শ করে দুধ প্রেরণ করেছিলেন অথবা প্রত্যেকেই স্বতন্ত্রভাবে প্রেরণ করেছিলেন ।
