আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৬৯
১২৩৪. শা’বান (মাস) এর রোযা।
১৮৪৫। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একাধারে (এত বেশী) রোযা পালন করতেন যে, আমরা বলাবলি করতাম, তিনি আর রোযা পরিত্যাগ করবেন না। আবার কখনো (এত বেশী) রোযা পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন যে, আমরা বলাবলি করতাম, তিনি আর (নফল) রোযা পালন করবেন না। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে রমজান ব্যতীত কোন পূর্ণ মাসের রোযা পালন করতে দেখিনি এবং শা’বান মাসের চেয়ে কোন মাসে বেশী (নফল) রোযা পালন করতে দেখিনি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন