আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৪৩
১২১৬. সফরে রোযা পালন করা বা না করা।
১৮১৯। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহঃ ......... নবী (ﷺ) এর স্ত্রী আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, হামযা ইবনে আমর আসলামী (রাযিঃ) অধিক রোযা পালনে অভ্যস্ত ছিলেন। তিনি নবী (ﷺ) কে বললেন, আমি সফরেও কি রোযা পালন করতে পারি? তিনি বললেনঃ ইচ্ছা করলে তুমি রোযা পালন করতে পার, আবার ইচ্ছা করলে নাও করতে পার।
