আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯১৭
১১৯৯. মহান আল্লাহর বাণীঃ তোমরা পানাহার কর, যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়। তারপর রাত পর্যন্ত রোযা পূর্ণ কর......... (২ঃ ১৮৭)।
১৭৯৬। সা’ঈদ ইবনে আবু মারয়াম (রাহঃ) ......... সাহল ইবনে সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াত নাযিল হলঃ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ ‘তোমরা পানাহার কর, যতক্ষণ না কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়’ কিন্তু তখনোمِنَ الْفَجْرِ কথাটি নাযিল হয় নি। তখন রোযা পালন করতে ইচ্ছুক লোকেরা নিজেদের দুই পায়ে একটি কালো এবং একটি সাদা সুতলি বেধে নিতেন এবং সাদা কালো এই দুইটির পার্থক্য না দেখা পর্যন্ত তাঁরা পানাহার করতে থাকতেন। এরপর আল্লাহ তাআলা শব্দটি নাযিল করলে সকলেই বুঝতে পারলেন যে, এ দ্বারা উদ্দেশ্য হল রাত (এর আধার) এবং দিন (এর আলো)।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ১৭৯৬ | মুসলিম বাংলা