আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯০৫
১১৯৩. অবিবাহিত ব্যক্তি যে নিজের উপর আশঙ্কা করে, তার জন্য রোযা।
১৭৮৪। আবদান (রাহঃ) ......... আলকামা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ (রাযিঃ) এর সঙ্গে চলতে ছিলাম, তখন তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে ছিলাম, তিনি বললেনঃ যে ব্যক্তির সামর্থ্য আছে, সে যেন বিবাহ করে। কেননা বিবাহ চোখকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সংরক্ষণ করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোযা পালন করে। রোযা তাঁর প্রবৃত্তিকে দমন করে।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, الْبَاءَةَ শব্দের অর্থ বিবাহ।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, الْبَاءَةَ শব্দের অর্থ বিবাহ।
