আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮৯২
১১৮৩. রোযার অধ্যায়ঃ রমযানের রোযা ফরয হওয়া প্রসঙ্গে।
১৭৭১। মুসাদ্দাদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আশূরার দিন রোযা পালন করেছেন এবং এ রোযার জন্য আদেশও করেছেন। পরে যখন রমযানের রোযা ফরয হল তখন তা ছেড়ে দেওয়া হয়। আব্দুল্লাহ (রাযিঃ) এ রোযা পালন করতেন না, তবে মাসের যে দিনগুলোতে সাধারণত রোযা পালন করতেন, তাঁর সাথে মিল হলে করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন