আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং: ১৭৪৫
আন্তর্জতিক নং: ১৮৬৬
পরিচ্ছেদঃ ১১৬৯. যে ব্যক্তি পায়ে হেটে কাবার যিয়ারত করার মান্নত করে
১৭৪৫। আবু আসিম (রাহঃ) ......... উকবা (রাযিঃ) থেকেও এ হাদীস বর্ণিত রয়েছে। (পূর্বের হাদীস দেখুন।)

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন