আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮৬০
১১৬৮. মহিলাদের হজ্জঃ
আহমদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) .........আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) হতে বর্ণিত, যে বছর ‘উমর (রা) শেষবারের মত হজ্জ আদায় করেন সে বছর তিনি নবী করীম (ﷺ) এর সকল স্ত্রীকে হজ্জ আদায় করার অনুমতি দিয়েছিলেন এবং তাঁদের সাথে উসমান ইবনে আফফান (রাযিঃ) এবং আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) কে পাঠিয়েছিলেন।
আহমদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) .........আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) হতে বর্ণিত, যে বছর ‘উমর (রা) শেষবারের মত হজ্জ আদায় করেন সে বছর তিনি নবী করীম (ﷺ) এর সকল স্ত্রীকে হজ্জ আদায় করার অনুমতি দিয়েছিলেন এবং তাঁদের সাথে উসমান ইবনে আফফান (রাযিঃ) এবং আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) কে পাঠিয়েছিলেন।
১৭৩৯। মুসাদ্দাদ (রাহঃ) ......... উম্মুল মু’মিনীন আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আমরা কি আপনাদের সঙ্গে যুদ্ধ ও জিহাদে অংশগ্রহণ করব না? তিনি বলেন, তোমাদের জন্য উত্তম জিহাদ হল মকবুল হজ্জ। আয়িশা (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ কথা শোনার পর আমি আর কখনো হজ্জ ছাড়ব না।
