আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং: ১৬৯০
আন্তর্জতিক নং: ১৮০৬
পরিচ্ছেদঃ ১১৩২. পথে অবরুদ্ধ ব্যক্তি ও শিকার জন্তুর বিনিময়। আর মহান আল্লাহর বাণীঃ তোমরা যদি বাধাপ্রাপ্ত হও, তবে সহজলভ্য কুরবানী করবে। যে পর্যন্ত কুরবানীর জানোয়ার তার স্থানে না পৌছে, তোমরা মাথামুণ্ডন করবে না (২ : ১৯৬)।
আতা (রাহঃ) বলেন, الاحصار من كل شئ يحبسه যা আটকিয়ে রাখে বা বাধা সৃষ্টি করে তাকে ইহসার বলে।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, حصورا - (হাসূর) মানে যিনি স্ত্রী সম্ভোগ করেন না।
পরিচ্ছেদঃ ১১৩৩. উমরা আদায়কারী ব্যক্তি যদি অবরুদ্ধ হয়ে যায়।
আতা (রাহঃ) বলেন, الاحصار من كل شئ يحبسه যা আটকিয়ে রাখে বা বাধা সৃষ্টি করে তাকে ইহসার বলে।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, حصورا - (হাসূর) মানে যিনি স্ত্রী সম্ভোগ করেন না।
পরিচ্ছেদঃ ১১৩৩. উমরা আদায়কারী ব্যক্তি যদি অবরুদ্ধ হয়ে যায়।
১৬৯০। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... নাফি’ (রাহঃ) থেকে বর্ণিত যে, হাঙ্গামা চলাকালে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) উমরার নিয়ত করে মক্কায় রওয়ানা হওয়ার পর বললেন, বায়তুল্লাহর পথে বাধাগ্রস্ত হলে, তাই করব যা করেছিলাম আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে। তাই তিনি উমরার ইহরাম বাঁধলেন। কেননা রাসূলুল্লাহ (ﷺ)-ও হুদায়বিয়ার বছর উমরার ইহরাম বেঁধেছিলেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন